সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ২০ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৪৫
আলিপুর আবহাওয়া দপ্তরে একসময় দীর্ঘ সময় যাপন করেছিলেন রবীন্দ্রনাথ। হাওয়া অফিসে থাকা বটগাছের তলায় বসে লিখেছিলেন রক্তকরবী সহ বহু গল্প ও উপন্যাস। সেই বট গাছের তলায় একটি মুক্তমঞ্চ তৈরি করল হাওয়া অফিস। নাম হল যার মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা চেয়ার সহ অন্যান্য জিনিসের দেখা মিলবে হাওয়া অফিসেরই মিউজিয়ামে।